লালমোহন (ভোলা) প্রতিনিধি : অনুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) বিকেল ৫টায় লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বাজারের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, যুগ্ম-সম্পাদক মাহবুব আলম, সদস্য মিজানুর রহমান লিপু, জাহিদুল ইসলাম দুলাল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শাহীন কুতুব।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম কে অবিলম্বে মুক্তি দিতে হবে, পাশাপাশি তাঁকে হেনস্থাকারীদের কে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক রোজিনা ইসলাম কে জেলে রেখে, নির্যাতনকারীদের কে বদলী করা কোন শাস্তি নয়। তাদেরকেও জেলে প্রেরণপূর্বক তাদের অনিয়রম খতিয়ে দেখার দাবী জানানো হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরাও অংশগ্রহণ করেন।
সালাম সেন্টু/ ইবি টাইমস