ডিস্টিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর : পিরোজপুরে বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১৯মে) সকালে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম নারায়ন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পিরোজপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি এ কে আজাদ, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি খালিদ আবু, প্রেসক্লাবের সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ঈশিতা বেগম হ্যাপি এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বাংলা টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা টিভি’র জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ।
অলোচনা অনুষ্ঠান শেষে বাংলা টিভি’র জন্মবার্ষিকীর কেক কাটেন উপস্থিত অতিথিরা।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস