নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারন সম্পাদক মীর তরুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পেশাগত দায়িত্ব পালনের সময়, প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও সাজানো মামলায় জেলে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাব ।
তারা বলেন, এ ন্যাকারজনক ঘটনায় আমরা বাকরুদ্ধ । এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার সংবিধান প্রদত্ত অধিকারের পরিপন্থী । একজন অনুসন্ধানী সাংবাদিকের কাজই হল সত্য উদঘাটন করা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে কর্মরত কলম যোদ্ধাদের এই কাজ দেশে বিদেশে স্বীকৃত ।
বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল এবং সিণ্ডিকেট গড়ে তোলা কর্মচারীদের কাছে সংবিধান,মানবাধিকার এবং মুক্ত মত প্রকাশের স্বাধীনতা জিম্মি হয়ে থাকতে পারেনা । আমরা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং নির্যাতনকারী সরকারী কর্মচারীদের শাস্তির দাবী করছি ।