ভিডিও দেখতে ভিজিট করুন: https://youtu.be/OKU6W3TdcAY
ঢাকা: অনুমতি ছাড়াই করোনা ভাইরাসের ভ্যাকসিনের সম্পর্কিত সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানি হবে।
মঙ্গলবার (১৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।
আদালতে রোজিনা ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সামাজি।
এরআগে সকাল আটটার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন বাতিল করে রোজিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, সোমবার অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ঢাকা/ইবিটাইমস/আরএন