পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আলতাফ হোসেন হাওলাদার এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা করে তাকে জেল হাজতে বন্ধি রাখা হয়েছে বলে অভিযোগ সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ উপজেলার অন্য সব ইউনিয়ন চেয়ারম্যান এবং কারাবন্ধি চেয়ারম্যান পরিবারের।
এ অভিযোগে ১৮ মে মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের স্ত্রী শিবলীর নাহার সুলতানা।
সংবাদ সম্মেলনে শিবলীর নাহার সুলতানা দাবী করেন রাজনৈতিক ভাবে তার স্বামীকে হেও প্রতিপন্ন করতে এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করার লক্ষে পরিকল্পিত ভাবে মামলা দায়ের করে ছোটবিঘাই ইউনিয়ন চেয়ারম্যানকে প্রথমে অপহরন করে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে।
এ ছাড়া তার স্বামী চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার ইতিমধ্যে জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ সম্পন্ন করলেও তার বিরুদ্ধে সেই চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলেও দাবী করেন চেয়ারম্যান স্ত্রী।
এ সময় সংবাদ সম্মেলনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড.গোলাম সরোয়ার, ভাইস-চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মোঃসোহেল, মহিলা ভাইস- চেয়ারম্যান,সোহানা হোসেন মিকি, বড়-বিঘাই ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান মজনু মোলল্ল, লোহালিয়া ইউপি চেয়ারম্যান কবি হোসেন তালুকদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির মৃধা, মাদারবুনিয়া ইউপি চেয়ারম্যান মুসফিকুর রহমান মিলন মাঝি,ভূরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ, কমলাপুর ইউপি চেয়ারম্যান মনির রহমান মৃধা,ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জোমাদ্দার,লাউকাঠী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খোকন,বদরপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান,জৈনকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ(চাল) ২য় কিস্তি (এপ্রিল-মে) ২ মাসের জন্য ছোটবিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৮০ কেজি করে ৩৬ মেট্রিকটন চাল বরাদ্দ দেয় সরকার । ১২ মে খাদ্য গুদাম থেকে ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন ওই চাল উত্তোলন করেন। ১৩ মে দুপুরে ছোটবিঘাই ইউনিয়নের ভুতুমিয়া লঞ্চঘাটে চেয়ারম্যান ইউপি সদস্যদের উপস্থিতি চালের বস্তা গননা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার। চাল বিতরণ স্থলে সদর উপজেলা মৎস্য অফিসার গিয়ে দেখেন ৭০০ বস্তা চাল থাকার কথা সেখানে ৬৮৭ বস্তা চাল পাওয়া যায় ১৩ বস্তা চাল সেখানে নেই।
এ ঘটনায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় সরকারী চাল আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় পুলিশ গত ১৬ মে রবিবার দুপুরে সদর থানার বসাক বাজার এলাকা থেকে আলতাফ হাওলাদারকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস