পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাল্য বিয়েকে কেন্দ্র করে ৪ জন কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করলো সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাফা বাজার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বেপারি বাড়িতে।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ মে) মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মঙ্গলবার বিকালে মো. ফকরুদ্দিন (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায় স্থানীয় সাফা গ্রামের সাহেব আলীর ছেলের সাথে স্থানীয় ফখরুদ্দিন এর অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে গত রবিবার রাতে পারিবারিকভাবে বিবাহের অনুষ্ঠান শুরু হয়। ওই রাতে কে বা কাহারা বিষয়টি ৯৯৯ ফোন দেন। সে অনুযায়ী স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং উভয় পক্ষকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এতে ছেলে ও মেয়ের পক্ষ ক্ষিপ্ত হয় প্রতিবেশী রতন বেপারীর পরিবারের লোকজনের উপর সন্দেহ করে রাতেই তাদের বাড়িতে হামলা করতে যায়।
এ ব্যাপারে রতন বেপারীর পরিবার উপায় না পেয়ে পরদিন সোমবার মঠবাড়িয়া থানায় অভিযোগ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত করেন। এতে পুনরায় ক্ষিপ্ত হয়ে ওই রাতে (সোমবার) স্থানীয় মো. রাজা মিয়া, সাহেব আলী, পারভেজ হোসেন, মামুন ইয়াসিন, ফকরুদ্দিন সহ আরও ৮/১০ জন সন্ত্রাসী মিলে মিজানুর , মোসাঃ জেসমিন স্বামী শহিদুল, আলামিন, সাথী আক্তার এই ৪ জনকে কুপিযয়ে পিটিযয়ে রক্তাক্ত করে।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক মিজানুর ও জেসমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ফবরুদ্দিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস