দর্শনা স্থলবন্দর পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের জন্য আজ থেকে খুলে দেয়া হয়েছে দর্শনা চেকপোস্ট। বাংলাদেশি নাগরিকগন ভারতে নিয়োজিত বাংলাদেশী হাই কমিশনের মাধ্যমে দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার  দর্শনা চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে সুযোগ্য পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলাম  ভারত থেকে আগত বাংলাদেশী নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে দর্শনা বন্দরে মোতায়েনকৃত পুলিশ, বর্ডারগাড, ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস সদস্যদের পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লোভস্, স্যানিটাইজার ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ সার্বক্ষণিক সতর্কবস্থায় দায়িত্ব পালনসহ বিভিন্ন ধরণের দিক নির্দেশনা প্রদান করেন।

সাকিব হাসান /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »