ঝালকাঠিতে করোনা সংক্রমনের ঝুঁকি বেড়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তবে, ঈদের দিনগুলোতে জেলাবাসীর একটি অংশ ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়া জন্য এসেছে এবং তারা অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে আত্মীয় স্বজনদের বাড়ীতে  ঘুরে বেরিয়ে এসেছে। এর ফলে সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী জানিয়েছেন ঈদ পূর্ববর্তী সময়ে জেলায় ২-৩জন করে আক্রান্তের সংখ্যা ছিল। বিগত ঈদের সময়ও সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে বহিরাগতরা জেলা এসে সংক্রামনের হার বৃদ্ধি করেছিল।

সোমবার ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় ১জন করে ৩জন আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৫৪৩৫জনের নমুনা পরীক্ষা করেছে এদের মধ্যে ১৩শ পজেটিভ ও ৩৯৯১জন নেগেটিভ রিপোর্ট এসেছে। ২৮জনের মৃত্যু হয়েছে ও ১১০৪জন সুস্থ্য হয়েছে। বর্তমানে ১৬৫জন হোম ও ৩জন হাসপাতালে আইসোলিয়েশনে রয়েছে।

বাধন রায়/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »