বিনোদন ডেস্ক: করোনায় বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিন বাড়ছে মৃত্যু এবং সংক্রমণের হার। এই অবস্থায় দেশটির জন্য সামর্থের সবটুকু বিলিয়ে দিচ্ছেন নানা অঙ্গনের তারকারা।
এবার ভারতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের তৈরি ফান্ডে টাকা জমা হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৮২০ রুপি।
চলতি মাসের ৭ তারিখ থেকে #ইন_দিস_টুগেদার ট্যাগ লাইন ব্যবহার করে একটি ক্যাম্পেইন চালু করেন বিরাট এবং আনুশকা। প্রথম অবস্থায় নিজেদের এই ক্যাম্পেইনে ২ কোটি রুপি অর্থ প্রদান করেন তারা।
আনুশকা তার ইনস্টাগ্রাম প্রোফাইল একটি নোট শেয়ার করে জানান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের লক্ষ্য অতিক্রম করতে সমর্থ হয়েছি। সবার আর্থিক সহায়তা মিলে আমাদের অর্থের পরিমাণ এখন ১১ কোটিরও বেশি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।
ডেস্ক/ইবিটাইমস/আরএন