জার্মানিতে ইসরায়েল বিরোধী সমাবেশ; ধাওয়া-পাল্টাধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনবিরোধী সমাবেশ হয়েছে। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশসহ বিক্ষোভকারী আহত হয়েছেন।

ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে সমবেত হন কয়েক হাজার মানুষ। তবে, শান্তিপূর্ণ সমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে কয়েক দফা পাথর ও বোতলে নিক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা খারাপ হয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশ সদস্যসহ আহত হন বেশ কয়েকজন।

একপর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাস্তা দখল করে আবারো বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলিদের বর্বর হামলায় ফিলিস্তিনের অসহায় সাধারণ নাগরিকদের হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা।

সমাবেশের একপর্যায়ে বিক্ষোভকারীরা ইসরায়েল এখনি হামলা বন্ধ না করলে রাজপথ ছেড়ে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে সমাবেশে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »