চরফ্যাসন (ভোলা) : ভোলা চরফ্যাসনের এওয়াজপুরে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর দেওয়া ৪০ টি সাবান ৪০ প্যাকেট মাস্ক, ২০০ শত এলইডি বাল্ব এবং ৩১ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকন।
মাহাবুব আলম খোকন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন আমার ইউনিয়নের জন্য ৪০ প্যাকেট মাস্ক, হাত ধোয়ার জন্য ৪০ টি সাবান, ৩১ টি হ্যান্ড স্যানিটাইজার এবং ২০০ শত এলইডি বাল্ব দিয়েছেন। আমি সাধারন মানুষের মাঝে হেঁটে হেঁটে বিতরন করেছি। অনেকেই মাস্ক পরিয়ে দিয়েছি।
চেয়ারম্যান খোকন আরও জানান,করোনায় কি করনীয় কি বর্জন করা উচিত সে সম্পর্কে আমার এওয়াজপুর ইউনিয়নের মানুষকে সে সম্পর্কে ধারনা দিতে সক্ষম হয়েছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রতি এওয়াজপুর ইউনিয়নের সাধারন মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা জসিম ও কালাম জানান, আমরা মাস্ক ও হাত দোয়ার সাবান পাইছি চেয়ারম্যান সাব দিয়েছে। চেয়ারম্যান সাব আমাদের কে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাইতে না করছেন এবং বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে বলছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, শুধু এওয়াজপুর নয় উপজেলার ২০ টি ইউনিয়নে সাবান, মাস্ক, বাল্ব ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়েছে।
জামাল মোল্লা /ইবি টাইমস