চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামীকাল অনুষ্ঠিত হবে অক্সিজেন চত্বরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা ফিলিস্তিনে ইসরাঈল বাহিনীর নগ্ন বর্বর হামলার প্রতিবাদে আগামীকাল ১৭ই মে সোমবার বিকাল ৩ টায় আযহারী সাইবার টিম বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ও আপমর সুন্নিজনতার আহ্বানে চট্টগ্রাম বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় চত্বরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হবে।
উক্ত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় দলে দলে যোগদান করে সাফল্যমণ্ডিত করতে শায়খ আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আল -আযহারী সর্বস্থরের মুসলিম উম্মাহর প্রতি ঈমানী আহবান জানিয়েছেন। এতে বহু ওলামা-পীর, মাশায়েখ, বুদ্ধিজীবি, স্কলার, শিক্ষক সমাজ ও সমাজসেবকবৃন্দ বক্তব্য রাখবেন।
আরাফাত হোসেন /ইবি টাইমস