ঢাকা: ঈদের ছুটি শেষ। বেড়েছে লকডাউনও। এরইমধ্যে পরিবারের সাথে ঈদ করতে যাওয়া কর্মব্যস্ত মানুষ ফিরতে শুরু করেছে ঢাকায়।
রোববার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায় মাওয়া, আরিচা ও বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ প্রান্তে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় পাশে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। যাত্রীদের চাপে রোববার সকালে শিমুলিয়া ঘাট থেকে শুধু যাত্রী নিয়ে কমপক্ষে সাতটি ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। অন্যদিকে, বাংলাবাজার ঘাট থেকেও প্রচুর যাত্রী নিয়ে প্রত্যেকটি ফেরি শিমুলিয়া ঘাট এসেছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই যানবাহন পরিবর্তন করেই ঢাকায় ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।
ঢাকা/ইবিটাইমস/আরএন