লালমোহন প্রতিনধি : ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক এর নামে সড়ক নির্মাণ কাজের উদ্বােধন করা হয়েছে।
শনিবার সকালে ওই ইউনিয়নের রায়পুরা কান্দি গ্রামে সড়কের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে প্রায় ১০ কিঃমিঃ সড়ক। সড়কটি লালমোহন কৃষি ব্যাংকের সামনে থেকে উপজেলার শেষ প্রান্ত কর্তারহাট গিয়ে মিলিত হবে।
পরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে “ঢাকাস্থ লালমোহন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি”র উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী মো: বিল্লাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।
সালাম সেন্টু / ইবি টাইমস