আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আরব সাগর ও লাক্ষাদ্বীপ থেকে তৈরি হয়ে গতিপথ ভারতের দিকে। আগামী রোববারের (১৬ মে) মধ্যে আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘তাওকতে’। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র, কেরালা ও গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার থেকেই লক্ষাদ্বীপসহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তাওকতের কারণে শুক্রবারই রেড এ্যালার্ট জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। আগামী রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/আরএন