ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে ছাগল সহ মো. আল- আমিন হোসেন তালুকদার (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫মে) বিকালে উপজেলার গৈরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামে। নিহত আল-আমিন তালুকদার ওই গ্রামের মোদাচ্ছের আলী তালুকদারের ছেলে।
নিহতের বড় ভাই স্থানীয় পৈকখালী ডাকঘরের পোস্ট মাস্টার এমাদুল হক তালকদার আবু জানান, তাদের বাড়ির পিছনের মাঠে তাদের ৫টি ছাগল ঘাস খাচ্ছিলো। ওই দিন বিকাল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার ছোট ভাই আল-আমিন ওই ছাগল আনতে সেখানে যায়। এসময় ব্রজপাতে তিনি গুরুতর আহত হন ও একটি ছাগল মারা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব কুমার জানান, ওই কৃককে মৃত্যু অবস্থায় হাসপাতলে নিয়ে আসা হয়েছিলো।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস