জামাল মোল্লা, চরফ্যাসন(ভোলা) : ভোলার চরফ্যাসন উপজেলার বিনোদনকেন্দ্রগুলোতেও মানুষের ভিড় ছিল।
চরফ্যাসনের বাসিন্দা মাইন উদ্দিন জমাদার বলেন, বেতুয়া পর্যটন এলাকায় শত শত মোটরসাইকেল, রিকশা, মাইক্রোবাসে করে আসছেন দর্শনার্থীরা। অনেকের মুখে মাস্ক নেই।
উপজেলার বেতুয়া পয়েন্টে কয়েক হাজার লোকের সমাগম। তাঁরা কেউ নদীতে ট্রলার ও স্পিডবোটে ঘুরছেন। আবার কেউ তীরে দাঁড়িয়ে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। ছোট-ছোট বাচ্চা-শিশু নিয়ে অনেকে ঘুরতে এসেছেন।
মাইন উদ্দিন আরও জানান, বেতুয়ার মতো একই চিত্র জ্যাকব টাওয়ার ও শেখ রাসেল শিশু পার্ক এলাকায়। সেখানেও অসংখ্য লোকের সমাগম। তবে টাওয়ারে ওঠা ও পার্কে প্রবেশ বন্ধ থাকায় অনেক দর্শনার্থী হতাশা প্রকাশ করেছেন।
চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া বলেন, কিছু স্পটে পুলিশ পাঠানো হয়েছে। বাকিগুলোতেও যাবে।
জামাল মোল্লা/ ইবি টাইমস