ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেশ কয়েক দিন ধরেই চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগের চেয়ে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও ঈদের দিন হাসপাতালেই কেটেছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
অবশ্য খালেদা জিয়ার হাসপাতালে ঈদ এটাই প্রথম নয়। কারাবন্দি থাকাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও একাধিক ঈদ তিনি হাসপাতালে কাটিয়েছেন। এদিকে, ঈদের দিন হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন ও পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও দলের কয়েকজন নেতা।
বিএনপি চেয়ারপারসনের মতো হাসপাতালে ঈদ কাটছে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের। ফলে ঈদের দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের চিরাচরিত প্রথায় এবার ভাটা পড়েছে।
১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দলীয় সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
ঢাকা/ইবিটাইমস/আরএন