সমকামী দম্পতিদের আশীর্বাদ করবে জার্মান পুরোহিতরা

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পুরোহিতরা সমকামী দম্পতিদের বিয়ের সময় আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

গত মার্চে ক্যাথলিক গির্জা ঈশ্বর ‘পাপকে আশীর্বাদ করতে পারেন না’ এমন বক্তব্য দেয়ার পর ‘লাভ উইন্স’ আন্দোলন শুরু হয়।

এর আগে লাভ উইন্স’র পক্ষ থেকে বলা হয়েছিল, ‘যেসব দম্পতি অংশগ্রহণ (বিয়েতে) করেন তাদের সেই আশীর্বাদ পাওয়া উচিত যেটা ঈশ্বর তাদের দিতে চান- কোনও গোপনীয়তা ছাড়াই।’

ক্যাথলিক গির্জার নিয়ম অনুযায়ী, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়ের সময় একজন পুরোহিত বা অন্য কোনো ‘মিনিস্টার’ ঈশ্বরের নামে দম্পতিদের আশীর্বাদ করেন।

লাভ উইন্স সংগঠন তখন ভ্যাটিক্যানের সমকামী দম্পতিদের আশীর্বাদ না করার সিদ্ধান্তকে ‘সারা বিশ্বের জনগণের মুখে চড়’ হিসেবে বর্ণনা করেছিল।

সংগঠনটি একটি মানচিত্র তৈরি করেছে যেখানে সামনের দিনগুলোতে যে সকল গীর্জা সমকামী দম্পতিদের আশীর্বাদ করতে যাচ্ছে তা দেখানো হয়েছে।

হাজার হাজার জার্মান পুরোহিত ও গির্জার কর্মীরা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন যেখানে সমকামী দম্পতিদের বিয়েতে আশীর্বাদ করার জন্য গির্জার প্রতি আহ্বান জানানো হয়েছে। কিছু কিছু গির্জার সামনে রংধনু পতাকাও ওড়াতে দেখা গেছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »