স্টাইল ডেস্ক: বিরিয়ানি খেতে অনেকেই পছন্দ করেন। তাই ঈদের দিন বাসায় রান্না করতে পারেন মজাদার স্মোকড বিরিয়ানি। কীভাবে ঝটপট রান্না করবেন স্মোকড বিরিয়ানি, দেখি নিন সেই রেসিপি।
উপকরণ
১. পরিমাণমতো তেল
২. পাঁচ টুকরো দারুচিনি
৩. একটি তেজপাতা
৪. পাঁচ-ছয়টি লবঙ্গ
৫. আধা কাপ পেঁয়াজ বাটা
৬. দুই টেবিল চামচ রসুন বাটা
৭. দুই টেবিল চামচ আদা বাটা
৮. পরিমাণমতো পানি
৯. দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো
১০. এক চা চামচ জিরার গুঁড়ো
১১. এক চা চামচ হলুদের গুঁড়ো
১২. এক চা চামচ গরম মসলার গুঁড়ো
১৩. ৫০০ গ্রাম চিকেন
১৪. স্বাদমতো লবণ
১৫. পরিমাণমতো কেওড়া জল
১৬. পরিমাণমতো সেদ্ধ চাল
১৭. তিন টেবিল চামচ ঘি
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে তেল দিন। এতে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পানি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চিকেন দিয়ে রান্না করুন।
এবার লবণ, কেওড়া জল ও সেদ্ধ চাল দিয়ে ১০ মিনিট দমে রাখুন। সবশেষে ঘি ও গরম কয়লা দিয়ে দুই মিনিট ঢেকে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্মোকড বিরিয়ানি।
স্টাইল/ইবিটাইমস/আরএন