তাহসানের সারপ্রাইজের অপেক্ষায় মিথিলা

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ক ও অভিনেতা তাহসানের একটি পোস্ট ঘিরে চলছে গুঞ্জন। তাহসানের এই পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী মিথিলা।

বুধবার (১২ মে) তাহসান তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’

তাহসানের এই পোস্টের কিছুক্ষণ পরই মিথিলা তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘রিয়েলি!!? সারপ্রাইজের অপেক্ষায় রইলাম।’

তাহসানের এমন পোস্টে তার অনুসারীরা হাজার হাজার মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, ফের বিয়ে করতে চলেছেন কিনা? আবার কেউ কেউ শুভকামনা জানিয়ে বলেছেন, নিশ্চয়ই কোনো চমক আসছে।


মিথিলার পোস্টে তার অনুসারীরা লিখেছেন, ও তাহলে আপনাদের মধ্যে যোগাযোগ রয়েছে।

উল্লেখ্য তাহসান ও মিথিলা ২০০৬ সালে বিয়ে করেন। ১১ বছর পর তাদের ডিভোর্স হয়। এরপর ২০১৯ সালে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »