উৎসব ও আনন্দের মধ্য দিয়ে স্পেনে ঈদ-উল-ফিতর পালিত

স্পেন থেকে,বিশেষ প্রতিনিধিঃ বিপুল উৎসব এবং আনন্দের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে । স্পেনের জরুরি অবস্থা তুলে নেওয়ায় এবারের ঈদ উৎসব আমেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় । করোনা ভাইরাসের কারণে গত বছর ঈদুল ফিতর এর নামাজ ঘরেই পরিবার পরিজন নিয়ে আদায় করতে হয়েছে স্পেন বাসির ।

এবারও খোলা মাঠে ঈদের নামাজে অনুমতি না মিললেও মসজিদে মসজিদে নামাজ পরে সন্তোষ প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা । তবে সামাজিক দূরত্ব,মাস্ক, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা এখনো রয়েছে । সারা বছর ঘুরে ঈদের দিনে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েছে এলাকা ঈদের নামাজের পর বাংলাদেশীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ।

এই এলাকায় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জামে মসজিদে । সকাল সাতটা  ৩০ মিনিট থেকে শুরু হয় ৮ টি  জামাত অনুষ্ঠিত হয় ,এতে শায়খ হাসান বিন মোহাম্মদুল্লাহ প্রথম জামাতে ইমামতি করেন ।

তিনি খুৎবায় মুসলিম উম্মার শান্তি ,সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে স্পেনের আইন এর প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান । মজলুম ফিলিস্তিনিদের প্রতি প্রত্যেক মুসলমানদের বিশ্ব জনমত গড়ে তোলারও  আহ্বান জানান ।

হরযত শাহ জালাল লতিফিয়া ফুলতলী মসজিদে ,চারটি জামাত,আল হুদা জামে মসজিদে চারটি ,পুয়েন্তে ভায়াকাস ও খেতফাতে বাংলাদেশী পরিচালনাধীন মসজিদে  ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।

অপর বাংলাদেশী অধ্যুষিত এলাকা সান ক্রিষ্টবাল আল আমান জামে মসজিদেও চারটি  জামাত অনুষ্ঠিত হয় । প্রায় ১০  হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন । পরিবার পরিজনহীন প্রবাসীরা একে অপরকে পেয়ে আবেগী হয়ে উঠেন ।

এ সময় মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন,বাংলাদেশ এসোসিয়েশান ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম প্রমুখ ।

এ ছাড়াও এখানে দূতাবাসের পক্ষ থেকে প্রথম সচিব উইং (শ্রম )মুহতাসিমুল ইসলাম ঈদের জামাতে অংশ গ্রহন করেন ।

এদিকে কূটনৈতিকদের সাথে ভেন্টাস মসজিদে নামাজ আদায় করেন ,রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ ।

বকুল খান /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »