বিনোদন ডেস্কঃ ব্রিটিশ বাংলাদেশী তরুণী নুরজাহান শিল্পী প্রেমের পাখি ঢাকায় রিলিজ হবে ঈদের দিন।
লন্ডনের ব্রিটিশ বাংলাদেশী তরুণী নুরজাহান শিল্পী তার সুরেলা কন্ঠের মাধ্যমে এরইমধ্যে ইউরোপ জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। ইংল্যান্ডের বিভিন্ন জায়গা ছাড়াও ইউরোপের অন্যান্য দেশে মঞ্চে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন গানের নুরজাহান।
এবারের ঈদকে সামনে রেখে তিনি প্রকাশ করছেন মিউজিক ভিডিও প্রেমের পাখি। লন্ডনের বিভিন্ন লোকেশনে প্রেমের পাখি ‘র ভিডিও ধারণ করা হয়েছে।
জনপ্রিয় মিউজিক ডিরেক্টর শান শায়েকের কম্পোজিশনে নুরজাহান শিল্পীর গানের মিউজিক ভিডিওটি ঈদে মুক্তি দেয়া হচ্ছে। নুরজাহান শিল্পীর গাওয়া গানের কথা লিখেছেন ফারহান আহমেদ রাজু, মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আসাদ আফজাল।
বাংলাদেশে ঈদের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিউজিক ভিডিওটি রিলিজ করা হবে বলে জানা গেছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএন