বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দল ঘোষণা, অধিনায়ক কুশল পেরেরা

স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

দলের সাথে আসছেন না নিয়মিত অধিনায়ক দিমুথ করুণারত্নে। নেই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমালরা। এছাড়া বাদ পড়েছেন ওপেনার আভিস্কা ফার্নান্দো।

এই সফরে লঙ্কানদের অধিনায়কত্ব করবেন ওপেনার কুশল পেরেরা। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন কুশল মেন্ডিস।

তিনটি ওয়ানডে খেলতে ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। আগামী ২৩, ২৫ ও ২৮ মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

১৮ সদস্যের শ্রীলঙ্কা দল:

কুশাল পেরেরা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুণারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

স্পোর্টস/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »