প্রধানমন্ত্রীর সহায়তা জনগনকে পৌছে দিচ্ছেন এমপি শাওন

ভোলা: তজুমদ্দিনে পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ ও জিআর কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কার্যক্রমের নগদ অর্থ ৯ হাজার ৩শ  জনের মাঝে  বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার সকালে চাঁদপুর ও সোনাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নগদ অর্থ ও তজুমদ্দিন মানবতার সেবা সংগঠনের আয়োজনে শাড়ী ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা গরীবদের সাথে আনন্দ বেদনা ভাগ করে নিতে প্রতিটি ইউনিয়নে ছিন্নমূল মানুষের হাতে হাতে নগদ টাকা পৌছা দেয়ার চেস্টা করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় তৃনমূলে কাজ করছি। দেশের উন্নয়নের পাশাপাশি করোনায় লকডাউনে কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী ও মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। করোনা কালীন মানবিক সহায়তার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সাধারণ মানুষের মনের মনিকোটায় জায়গা করে নিয়েছেন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাসেদ খান, আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদ উল্যাহ কিরণ, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, সোনাপুর আ’লীগ সভাপতি মেজবাহউদ্দিন ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজন, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল প্রমুখ।

অন্যদিকে আজ সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (নগদ অর্থ) প্রদান করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ।

এ সময় আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় অস্বচ্ছল, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করতে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ  হাসিনার সরকার  সব সময় জন মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন। সামনে পবিত্র ঈদুল ফেতর তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। মহামারী করোনা ভাইরাস সম্পর্কে তিনি সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করাসহ সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন এবং উপস্থিত সকলের সাথে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের সদস্য মাকসুদুর রহমান হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন মৃধাসহ অনান্য স্থানীয় আওয়ামীলগের নেতাকর্মীবৃন্দ।

এরপর দুপুর-২.৩০ ঘটিকায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে পৌরসভার আয়োজনে লালমোহন পৌরসভার ৪৫০ জন বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র বিশেষ ঈদ উপহারের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে ঈদ উপহার বিতরন করছেন- দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।

এ সময় লালমোহন আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বি প্র /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »