পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী শিশু পরিবারে শিশুদের মুখে হাসি ফুটিয়েছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ।
বুধবার (১২ মে) সন্ধ্যায় শিশু পরিবারে ১৫০ শিশুকে উন্নত মানের খাবার, মাস্ক এবং নতুন ১শ টাকার নোট দেন তিনি। এসময় সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) শীলা রানী দাস, সাংবাদিক আবদুস সালাম আরিফ সহ শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিশু পরিবারের শিশু মরিয়ম বলেন, আজ অনেক আনন্দ হইছে। আজ স্যার (মেয়র) ঈদ সালামীর জন্য নতুন টাকা দিয়েছে। শিশু পরিবারের অপর শিশু মবিনা বলেন, আজ স্যার (মেয়র) ইফতারির সময় বিরানী ও মাস্ক দিয়েছে। অনেক ভালো লাগছে।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘পটুয়াখালী শিশু পরিবারে শিশুদের আমরা সব সময় পাশে থাকি। এটার মধ্যে অন্য রকম শান্তি আছে।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস