অস্ট্রিয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্থ নারীদের সুরক্ষা ও পুনর্বাসনে বাড়ছে বরাদ্দ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইদানিং দেশে উদ্বেগজনকভাবে নারী নির্যাতন বেড়ে গেছে বলে জানানো হয়েছে। অস্ট্রিয়ান সরকারের পক্ষ থেকেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। অস্ট্রিয়ায় নারী নির্যাতনের মধ্যে সাবেক প্রেমিক বা স্বামী কর্তৃক হত্যাকাণ্ডই সবচেয়ে বেশী সংঘটিত হচ্ছে।তাই সরকারের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ রাজধানী ভিয়েনায় মন্ত্রিপরিষদের বৈঠকের পর মহিলা বিষয়ক মন্ত্রী সুজানে রাব (Susanne Raab,ÖVP) এক সাংবাদিক সম্মেলনে মহিলাদের জন্য অতিরিক্ত ২৪.৬ মিলিয়ন ইউরোর এক প্যাকেজ ঘোষণা করেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার (ÖVP),স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইন( Greens) এবং বিচারমন্ত্রী আলমা সাদিক(Greens)।

অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক সাইট Zeit im Bild (ZIB) জানিয়েছেন যে,অস্ট্রিয়ান সরকার ক্ষতিগ্রস্থ মহিলাদের সুরক্ষা সংস্থাগুলির সাথে আলোচনার পরে, সরকার মহিলাদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা করার একটি প্যাকেজ ঘোষণা করেছে। ফোকাস, হিংসা  প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা করার জন্য এই অর্থ বরাদ্দ।

অস্ট্রিয়ার মহিলা বিষয়ক মন্ত্রী সুজানে রাব নারীদের বিরুদ্ধে সহিংসতা ক্রমশ বেড়ে যাওয়ায়  উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান,কোনও অবস্থাতেই অস্ট্রিয়ায় নারীদের প্রতি নির্যাতন ও অবিচার সহ্য করা হবে না। তিনি জানান,সরকার ক্ষতিগ্রস্ত মহিলাদের সুরক্ষার জন্য আরও অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও বলেন,এই অর্থ পারিবারিক কাউন্সেলিংয়ের পর মহিলাদের সুরক্ষায় নিয়োজিত সংস্থা সমূহের মাধ্যমে নির্যাতিত মহিলাদের প্রদান করা হবে এবং যারা নির্যাতনে নিহত হয়েছেন তাদের পরিবার এবং ন্যায় বিচারের কাজেও ব্যাবহার করা হবে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,১৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৮৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২২০ জন,Steiermark রাজ্যে ১৬৭ জন,NÖ রাজ্যে ১৫১ জন,Tirol রাজ্যে ১৩৪ জন, Vorarlberg রাজ্যে ৮৮ জন,Kärnten রাজ্যে ৬৬ জন, Salzburg রাজ্যে ৬৪ জন এবং Burgenland রাজ্যে ১৫ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৬,৬১৭ ডোজ এবং এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৭,৪৪,২৬৯ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৩৩,৯৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৪২৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,০৯,৬৬৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৩,৮৬৬ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৩৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,১৬৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »