মেহেদি রাঙা ঈদ

স্টাইল ডেস্ক: ঈদে ছোট -বড় সব বয়সের মেয়েদের কাছেই হাতে মেহেদি লাগানোর সময় থেকেই শুরু হয় উৎসব। সব কেনাকাটা শেষ, করোনার জন্য এবার হয়তো চাইলেও পার্লারে যেতে পারবেন না। তাহলে হাতে মেহেদির সাজ থাকবেনা? সেটা কি করে হয়।

চাইলে বাড়িতেও মেহেদি লাগাতে পারেন। মার্কেটেগুলোতে বিভিন্ন ব্রান্ডের “রাঙাপরি, সাজগোল্ড, লিজান, আলমাস, আড়ং, মমতাজ, এলিট, শাহজাদী, লিজান মেহেদি পাওয়া যাচ্ছে। এগুলোর দামও খুব বেশি নয়। এমনকি যারা বিদেশে থাকেন তারাও পাকিস্তানি মেহেদি পাবেন একটু খুঁজলেই। নকশার সুবিধার জন্য প্রত্যেক টিউবের সঙ্গে ছোট নকশা বই থাকে।

সেটি অনুসরণ করে ময়ূর, কলকা এবং ফুলেল নকশাসহ প্রায় পার্লারের মতো ডিজাইন ঘরেই করে নিতে পাবরেন।

তবে, অনেকের অ্যালার্জির সমস্যা থাকে। বাজারের মেহেদি লাগালে সমস্যা দেখা দিতে পারে। তাই সচেতন থাকতে হবে। বিশেষ করে শিশুদের হাতে মেহেদি লাগাতে নিতে হবে বাড়তি সতর্কতা।

মাত্র ২-৫ মিনিটে রং হয়, এমন চটকদার বিজ্ঞাপনের এই নকল মেহেদি না নিয়ে অবশ্যই ভালো ব্র্যান্ডের আসল মেহেদি ব্যবহার করুন। রং যেন দ্রুত চলে না যায় কিংবা হালকা না হয়, সেজন্য ঈদের আগে পরে কয়েক দিন সাবান এবং পানি কম ব্যবহার করুন।

ঈদ উৎসবে বাড়তি আনন্দ যোগ করে হাতে মেহেদির রঙ।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »