পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
আজ ১১ মে মঙ্গলবার বেলা ১১টার সময় অগ্রনী ব্যাংক রোডস্থ দৈনিক পটুয়াখালী কার্যালয়ে দুইশতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, দুধ, বাদাম ইত্যাদি।
এসময় আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালিন সময়ে গরীব ও দুঃস্থদের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছি। বর্তমানে ঈদ উপলক্ষে খেটে খাওয়া মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করছি।
আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস