ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুন। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে। আর পরদিন ৩ জুন ২০২১-২২ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ছয় লাখ পাঁচ হাজার কোটি টাকা হতে পারে। যা চলতি ২০২০-২১ অর্থ বছরের চেয়ে ৩৭ হাজার কোটি টাকা বেশি। করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের বাজেট অধিবেশনের মতো এবারও অধিবেশনটি হবে সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে।
এবারের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। আর বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ। আওয়ামী লীগ সরকারের মেয়াদের টানা ১৩তম বাজেট।
অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সংস্পর্শে যেতে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। সর্বনিম্ন সংখ্যক ব্যক্তিদের নিয়ে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছে সংসদ সচিবালয়। বন্ধ থাকবে দর্শনার্থী প্রবেশ। এছাড়া অদিবেশন সম্প্রচারে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হবে।
ঢাকা/ইবিটাইমস/আরএন