স্টাইল ডেস্ক: করোনার কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। বিভিন্ন দেশে বাড়ছে বেকার জনগোষ্ঠীর সংখ্যা। এসময় হঠাৎ করে চাকুরি হারালে ভেঙ্গে পড়ার কোনো কারন নেই। একইসঙ্গে একটি চাকরি বা আয়ের জন্য কাজ করার সুযোগ রয়েছে অনলাইনে। কিন্তু কোথায় পাবেন কাজ? কিভাবে নিজেকে তৈরি করবেন? আসুন জেনে নেই অনলাইনে ঘরে বসে কীভাবে নতুন নতুন ওয়েবসাইটের সাহায্য নিয়ে নিত্য নতুন আয়ের পথ সুগম করা যায়।
১। অনলাইন টিউটর
যদি আপনার বাচ্চাদের পড়ানোর দক্ষতা থাকে তাহলে আপনি অনলাইনে পড়াতে পারেন। কাজ পেতে হলে নিচের ওয়েবসাইটগুলোতে ঢুঁ মেরে দেখতে পারেন ।
Tutors.com
Tutor.com
Tutorme.com
Vipkid.com
Skooli.com
উল্লেখ্য এসব ওয়েবসাইটের কোন কোনটিতে ব্যাচেলর ডিগ্রি বা অন্যান্য টিচিং লাইসেন্স চাওয়া হতে পারে।
২। হাতে তৈরি জিনিসপত্র বিক্রি
আপনি যদি সৃষ্টিশীল ও ক্রিয়েটিভ হন এবং আপনার শিল্পজ্ঞান থাকলে এ কাজকে বাছাই করতে পারেন। আপনার নিজের হাতে তৈরি পণ্য বিক্রির প্ল্যাটফর্ম তৈরি করুন অনলাইনে। এমনকি চাইলে কয়েকজন মিলে একসঙ্গে পণ্য তৈরি ও বিক্রি করতে পারেন অনলাইনে। কালণ এখন অনলাইন মার্কেটের যথেষ্ট চাহিদা রয়েছে।
৩। ওয়েব ডিজাইনার
আপনি কি সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এর কাজ জানা থাকলে আপনি ঘরে বসে ওয়েব ডিজাইনিং এর কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। উল্লেখ্য এখনো অনেক কোম্পানির কোন ভালো ওয়েবসাইট নেই। তাই ওয়েব ডিজাইনিং এর কাজ খোঁজার জন্য সময়টা বেশ ভালো। এছাড়া অনলাইনে এধরনের কোর্স করে নিজেকে আগামীর জন্য তৈরিও করে নিতে পারেন।
৪। ভার্চুয়াল কনসালটেন্ট
এখনকার গতিময় জীবনে অনেক বড় প্রতিষ্ঠানের মিটিং এর আয়োজন থেকে শুরু করে কর্মকর্তাদের খুঁটিনাটি কাজের জন্য নতুন লোক নিয়োগ দেওয়া হয়। ‘অপর্চুনিটি কস্ট’ বলা হয় বিষয়টিকে। নতুন লোক নিয়োগের ফলে কিছু অর্থ খরচের মাধ্যমে ওই কোম্পানিগুলোর আরও মূল্যবান সময় বেঁচে যায়। ফ্রিল্যান্সার ডট কম, ফ্যান্সিহ্যান্ডস ডট কম আপওয়ার্ক ডট কমের মত ওয়েবসাইটগুলোতে নিজের স্কিল পাবলিশ করুন এবং অপেক্ষা করুন সুযোগের।
৫। কাস্টমার সার্ভিস
বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠআনের কাস্টমার কেয়ার সার্ভিস সেবা নিরবচ্ছিন্ন রাখার জন্য অনেক কর্মীর দরকার হয়। আপনার যদি যোগাযোগে দক্ষতা থাকে, বাসায় পরিবেশ আর ইন্টারনেট লাইনটা যদি হয় গতিময় তাহলে আপনিও সহজেই বিভিন্ন কাস্টমার কেয়ার সার্ভিসে আবেদন করতে পারেন।
ডেস্ক/ইবিটাইমস/আরএন