করোনার টিকা নিলেন কোহলি

স্পোর্টস:  ইংল্যান্ড সফরের আগেই ভারতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই নির্দেশনা মেনে ভ্যাকসিন নিতে শুরু করেছেন ক্রিকেট দলের সদস্যরা।

সোমবার (১১ মে) ভ্যাকসিন নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন,‘যত দ্রুত সম্ভব টিকা নিন এবং নিরাপদে থাকুন।’

এদিকে কোহলির আগে ভ্যাকসিন নিয়েছেন প্রধান কোচ রবি শাস্ত্রী ও ক্রিকেটার আজিঙ্কা রাহানে।

দেশের মাটিতে ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেও কোহলি দ্বিতীয় ডোজ নেবেন ইংল্যান্ডে গিয়ে।

চলতি বছেরর ১২ জুন সাউদাম্পটনে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর জন্য প্রায় ৪ মাস ইংল্যান্ডে অবস্থান করতে হবে দলটিকে। তাই তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে হবে ইংল্যান্ডে বসেই।

স্পোর্টস/ইবিটাইমস/আরএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »