আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিমান হামলায় গাজায় শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার থেকে ছড়িয়ে পড়া উত্তেজনার এক পর্যায়ে হামাসের রকেট হামলার পর ইসরাইল আবারো বিমান হামলা করে।
সোমবার (১০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর গাজায় নয়জন ফিলিস্তিনি বিমান হামলায় নিহত হয়েছেন এরমধ্যে তিন শিশুও রয়েছে।
ইসরাইলি বাহিনীকে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে সরে যাওয়ার দাবিতে ইসরাইলের ওপর রকেট হামলা চালিয়েছিল হামাস।
এর আগে আল আকসা মসজিদে ইসরাইলি পুলিশের তাণ্ডবে ৩০০ বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এই স্থানটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান।
ফিলিস্তিনিরা ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চায়, যার রাজধানী করতে চায় জেরুজালেম। মুক্তির আশায় বহুবছর ধরেই যুদ্ধ করছে ফিলিস্তিন।
ডেস্ক/ইবিটাইমস/আরএন