হবিগঞ্জ প্রতিনিধি : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের সেলিম মিয়ার ঘরে হামলা চালিয়েছে দৃস্কৃতিকারীরা। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ভাংচুর ও ৩ জন আহত হয়।
আহতরা হলেন, ঘরের মালিক সেলিম মিয়া (৪০), তার স্ত্রী হেলেনা আক্তার (২৫) ও ছোট ভাইয়ের স্ত্রী আমিরুন্নেছা (২৪)। সোমবার রাত সাড়ে ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন আহত সেলিম মিয়া।
তিনি জানান, দৃস্কৃতিকারীরা তার কলেজ পড়–য়া মেয়েকে প্রায়ই ইভটিজিং করে। তিনি এর প্রতিবাদ করেন। তাই দৃস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে বিকেল ৫টায় তার ঘরে হামলা চালায়। এতে তারা তিনজন আহত হন। স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিয়েছেন। তিনি বিষয়টি হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, বিষয়টি সম্পর্কে জেনে পদক্ষেপ নেওয়া হবে।
মোতাবিবর হোসেন কাজল/ইবি টাইমস