নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম মসজিদের সাধারন সম্পাদক নুরুল হোসাইন নুরু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,আসন্ন ঈদুল ফেতর এর জামাত অষ্ট্রিয়া সরকারের স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে ।
সকল ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ ঈদের জামাতে শরিক হতে তাদের নিজ নিজ জায় নামাজ সংগে করে আনতে হবে । সন্মানিত মুসুল্লিবৃন্দ ২ মিটার অন্তর অন্তর দাড়াতে হবে । এক সংগে ৭০সত্তর জন নামাজ আদায় করতে পারবেন । নামাজ আদায় করে যথাসম্ভব তারাতারি মসজিদ ত্যাগ করতে হবে । আপনাদের সকলের সহযগিতা কামনা করছি ।