ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ও তার পরিবারবর্গের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০মে) বেলা ১১টায় উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাধীনতা মঞ্চে উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ উপদেষ্টা মাস্টার অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে ও উপজেলার দীর্ঘা ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার মো. শাহআলম আকনে পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযেদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মো. জিয়াউল হাসান জিয়া, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, মো. শাহ আলম ফরাজী, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, দেউলবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার মো. অলিউল্লাহ, উপজেলা যুবলীগ সভাপতি মো. খোকন কাজী, সাধারন সম্পাদক
চঞ্চল কান্তি বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, তুহিন হালদার তিমির, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. রফিকুল ইসলাম সবুজ সহ শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতারা।
সম্প্রতি পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ও তার পরিবারকে সামাজিহ যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করা হয়।স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক ওই অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা করা হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস