পর্তুগাল আওয়ামী লীগ সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি : সাগর কন্যার দেশ,অভিবাসী বান্ধব দেশ, পাশাপাশি পৃথিবীর দীর্ঘতম ঝুলন্ত সেতুর দেশ পর্তুগাল, এখানে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের এক বৃহৎ কমিউনিটি। যেখানে সর্বস্তরের মানুষ মিলেমিশে বসবাস করছে, সুখে দুঃখে পাশাপাশি থেকে এগিয়ে যাচ্ছে যার যার গন্তব্যের দিকে।

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কোভিড ১৯ এর আতংকে ঘরবন্দী মানুষ এখন অনেকটাই স্বস্তির নিঃস্বাস ফেলছে, নতুন আশায় বুকে স্বপ্ন এটে আছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ,পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম এর ব্যাক্তিগত  উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (১০ মে) পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয় । এসময় দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম  মসজিদের হাফিজ মোহাম্মদ জোবায়ের আহমেদ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত তারিক আহসান সহ অত্র দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন – বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সাংবাদিকসহ ব্যবসায়ী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ।

মনির হোসেন /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »