লালমোহনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে পঁচিশ হাজার মানুষ

লালমোহনঃ ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে (ভিজিএফ’র) নগদ ৪৫০ টাকা করে পাচ্ছেন ভোলার লালমোহনের প্রায় পঁচিশ হাজার অসহায় ও হতদরিদ্র ও দুস্থরা।

এরইমধ্যে এসব নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। রবিবার লালমোহন পৌরসভা ও উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ’র নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৪৬২১ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ শুরু করেছেন তাঁরা। এছাড়া পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২৬৯৩ জনের মাঝে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে।

এর আগে শনিবার থেকে উপজেলার চরভূতা ইউনিয়নের ২১৬২ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হযেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব।

এদিকে ঈদের আগেই পর্যায়ক্রমে নিজেদের ইউনিয়নের সুবিধাভোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১৯৫৫ জন সুবিধাভোগীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নগদ তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।

এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের আগেই উপজেলার বদরপুর ইউনিয়নের ২৬০০ জন, লালমোহন সদর ইউনিয়নের ১১৭৭ জন, কালমা ইউনিয়নের ২৭৫০ জন, রমাগঞ্জ ইউনিয়নের ১৬৬১ জন, ফরাজগঞ্জ ইউনিয়নের ১৮০২ জন অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ভিজিএফ) এর নগদ সাড়ে ৪শ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ।

লালমোহন/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »