অস্ট্রিয়ায় সবকিছু চালুর ঘোষণা আসছে সোমবার

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম সরকারী সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন যে, সোমবার (১০ মে) অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ ও স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিতে যাচ্ছেন। বর্তমানে অস্ট্রিয়ার করোনার সংক্রমণের বিস্তার দ্রুত হ্রাস পাচ্ছে। অস্ট্রিয়ার সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন সবকিছুই খুলে দেয়া যেতে পারে।

তবে তারা সরকারকে সব সময় সতর্ক অবলম্বনের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য যে,করোনার দ্বিতীয় তরঙ্গে গত নভেম্বর মাস থেকে হোটেল রেস্টুরেন্ট, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিষ্ঠান এবং অনুষ্ঠান বন্ধ  রয়েছে।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে,অধিকাংশ জনগণ ১৯ মে থেকে সবকিছু খোলার পক্ষে মত দিলেও নতুন এক জরিপে দেশের শতকরা ৬৮%  মানুষ মনে করছেন একসাথে সবকিছু খোলার সিদ্ধান্ত কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে অধিকাংশ জনগণ আশাবাদ ব্যক্ত করে বলেন,তাপমাত্রা ও করোনার ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধির ফলে করোনার সংক্রমণের বিস্তারের কমে আসবে। প্রায় ৫০০ শত মানুষের উপর এই জরিপ চালানো হয়েছিল।

অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার আজ সন্ধ্যার পর থেকে পশ্চিম অস্ট্রিয়ার আল্পস পর্বতের রাজ্য সমূহে ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবিবার রৌদ্রোজ্জ্বল দিনের পর সন্ধ্যা থেকে পশ্চিম অস্ট্রিয়ার রাজ্য Vorarlberg ও Tirol রাজ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে দমকা হাওয়া সহ প্রচন্ড ঝড়ের কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। যদিও তাপমাত্রা থাকবে + ২৯ ডিগ্রি সেলসিয়াস। এই ঝড়ের প্রভাব সোমবার ও মঙ্গলবারও বিরাজমান থাকবে। বুধবার থেকে আবহাওয়া কিছুটা ভালো হলেও তাপমাত্রা পুনরায় কিছুটা হ্রাস পেয়ে শীতল আবহাওয়া ফিরে আসবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,০২৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৩৮ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২০২ জন,OÖ রাজ্যে ১৬৩ জন, Steiermark রাজ্যে ১৩৪ জন,Tirol রাজ্যে ৮৯ জন, Kärnten রাজ্যে ৭৩ জন,Vorarlberg রাজ্যে ৬৪ জন, Salzburg রাজ্যে ৪৫ জন এবং Burgenland রাজ্যে ১৮ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫৩,০০০ হাজার ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৬,১২,৬৭৪ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৩১,০৭৬ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৩৮২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,০৩,৯০১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৬,৭৯৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪০৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,২৭০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »