ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিজরাদের দুর্বিসহ জীবন কাটছে। তৃতীয় লিঙ্গের লোক হওয়ায় ঠাঁই নেই পিতৃকূলেও।মাঝেমধ্যে উপোসও করতে হয় তাদের।
জানা যায়, বোরহানউদ্দিনের পৌর ৭ নং ওয়ার্ডে ভাড়া নিয়ে একটি বাসায় ৬ জন হিজরা একসাথে কষ্টের জীবন যাপন করছেন। পাচ্ছেনা তৃতীয় লিঙ্গ হিজরা প্রতিবন্ধি ভাতা, সরকারি কোনো অনুদানও নেই, এমন অভিযোগ হিজরাদের সভাপতি মুনছুর আলম রুবীর।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ঘর উপহারসহ করোনা কালীন প্রণোদনা চাই আমরা। হিজরা হওয়ায় আমাদের বাবা ও মা বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা মায়ের সম্মানের চিন্তা করে আমরা ৬ জন হিজরা
সাব্বির আলম বাবু/ইবি টাইমস