পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে হাফিজুর রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছে।শনিবার (০৮ মে) দুপুরে রাঙ্গাবালী দক্ষিণ কাজীর হাওলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান দক্ষিণ কাজীর হাওলা গ্রামের মিজানুর ডাক্তারের ছেলে। সে এবার এসএসসি পাশ করেছেন।
নিহতের খালাতো ভাই আব্দুলাহ আল ফাহাদ জানান, বাড়ির পাশে বিলে গরুকে পানি খাওয়ানোর জন্য গেছিলেন তিনি। এসময় বৃষ্টি নামলে হঠাৎ বজ্রপাতে মারা জানা তিনি।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস