ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (০৭মে) সন্ধ্যায় উপজেলার পাকমঞ্জিল মাদরাসা ও এতিমখানার ছাত্রদের নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচীব তারেক আব্দুল্লাহ বাপ্পীর উদ্যোগে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
তিনি জানান, দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওই দিন সন্ধ্যায় এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
জানা গেছে, বিএনপি’র দলীয় চেয়ারম্যান খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস