ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই ভাদালি ডাঙা গ্রামে ভয়াবহ আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মে) সকাল ১০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।আগুনে পুড়ে যাওয়া তানিসার বয়স ৪ মাস। সে ভাদালি ডাঙা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।
এলাকাবাসী ও স্বজনেরা জানায়, সকালে ১০ টার দিকে চার মাস বয়সী শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করতে যায়। পরে শুনে ঘরের ভেতরে আগুন লেগেছে। ভয়াবহ এ আগুনে পুড়ে অঙ্গার হয়েছে চার মাস বয়সী এক মেয়ে শিশু।
স্বজনেরা আরো জানান, ইব্রাহিমের দুই সন্তান। কোলের শিশুর এমন মৃত্যু সত্যিই সহ্য করতে পারছি না আমরা। কিভাবে যে কি হয়ে গেলো ।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, চার থেকে পাঁচ মাস বয়সী একটা মেয়ে বাচ্চা মারা গেছে। খবরটা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি।
এসময় পরিবারটির পাশে দাড়াতে বিত্তবানদের আহ্ববানও জানান তিনি।
শেখ ইমন /ইবি টাইমস