তজুমদ্দিন প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তজুমদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ভোলার তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। তিনি ইসলামের অন্তর্নিহিত মূল্যবোধকে ধারণ করে সমাজের সর্বস্তরের জনগণকে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহবান জানান।
পল্লব কুমার হাজরা বলেন, বৈশ্বিক করোনা মহামারির কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতর একটি সংকটময় সময়ের মধ্যে দিয়ে পালন করতে হচ্ছে। তাই তিনি পরিবার পরিজন প্রতিবেশীকে সুরক্ষিত রেখে করোনা সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা প্রতিপালন করে ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে জোর দেন। তিনি বিরাজমান মহামারির প্রকোপ থেকে পৃথিবীকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনার অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার আগামী দিনগুলো যেন সুন্দর ও মহামারিমুক্ত হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সাইফুল ইসলাম সাকিব /ইবি টাইমস