হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার।
সাংবাদিক মনিরুজ্জামান তাহেরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।
বিশেষ অতিথি ছিলেন- মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, শায়েস্তা গন্জ বিবি জহুর চান মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম আব্দুল্লাহ আল মামুন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রমজান মিয়া, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন, অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা বষয়ক সম্পাদক নিতাই দাস, ঊজ্জল মিয়া,সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলা উদ্দিন,অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি মিজানুর রহমান, মাস্টার আলী হায়দার সর্দার, হাফিজ তালুকদার, মাষ্টার মীর আইয়ুব আলী, মাসুক চৌঃ মীর সৌরভ মীর রাজন, শাহ আলম চৌঃ সহ নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষ প্রায় চার শতাধিক হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের চলমান বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে কর্মরত প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির রেমিট্যান্স যুদ্ধাদের নিজ জন্মভূমি চুনারুঘাটের উন্নয়নের বিশেষ ভুমিকা পালন করায় অভিনন্দন জানান।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস