ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সমুদ্রসীমা সকল প্রকার মৎস নৌযান কতর্ৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার্।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রস্তুতিমুলক সভায় জেলা প্রশাসক মো: জোহর আলী সভাপতিত্ব করেন। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ স্বাগত বক্তব্য রাখেন।
জেলার মৎস্যজীবী, বরফকল মালিক সহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এই সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা ত্রাণ ও পূণর্বাসন আধিদপ্তরের উপ-পরিচালক আশ্রাফুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ঝালকাঠি জেলায় ৫টি ট্রলার সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণ করে এবং এদের সাথে ২৪০টি পরিবার সংশ্লিষ্ট। সরকার এই সময়কালীন প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করবেন। এ ছাড়া মৎস্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামুলক সভা, মাইকিং, পোষ্টার ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
বাধন রায়/ ইবি টাইমস