নাজিরপুরে ১০ দোকান পুড়ে ছাই; ৫ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ১০টি দোকান ও ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

ঘটনাটি ঘটেছে বুধবার (০৫ মে) রাতে উপজেলার গাওখালী বাজারে।ক্ষতি গ্রস্থ ১৪ পরিবারের প্রত্যেককে বৃহস্পতিবার (০৬মে) দুপুরে স্থানীয়
এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের পক্ষ থেকে ২ বান ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।

দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার মো. ওয়ালি উল্লাহ জানান , আগুনে ওই বাজারের পাইকারী মুদি-মনোহারী মালামাল ও পল্ট্রি ফিড বিক্রেতা মফিজুর রহমানের আড়াই কোটি টাকা,পাইকারী মুদি-মনোহারী মালামাল বিক্রেতা লিটন হালদারের দেড়কোটি টাকা, কাপড় ব্যবসায়ী
খোকন হালদারের ২০-২৫ লাখ টাকা, ল্যাপ-তোষখের দোকান, বইয়ের লাইব্রেরী ও বিকাশ- ফেলাক্সি দোকান জুয়েল মন্ডলের নগদ ৪০হাজার টাকা সহ ৭-৮ লাখ টাকার মালামাল, হ্যামিওফার্মেসী , ল্যাপ-তোষখের কারখানা ও গুদাম ও প্রবীর কর্মকারের ঘর সহ ১০টি দোকানের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. মাহফুজুর রহমান জানান, রাত পৌনে ১১টার দিকে হঠাৎ ওই বাজারের প্রবীর কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নাজিরপুর ও পিরোজপুরের ২টি ইউনিটের কর্মীরা ও স্থানীয়রা প্রায় দেড়
ঘন্টা যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

নাজিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, আগুনের তীব্রতা ছিলো খুব বেশী। পুরো আগুন নিভাতে রাত ৩টা বেজে গেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »