পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা মহামারিতে সরকার যখন সাধারণ মানুষের চলাচল সীমিত করতে বিধিনিষেধ আরোপ করেছে ঠিক সে সময়েও পটুয়াখালীতে লকডাউন কে পুজি করে স্প্রীড বোট পারাপারে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া- গলাচিপার বোয়ালিয়া রুটের স্পীড বোট ঘাট ও কোড়ালীয়া-পানপট্টী রুটে স্পীড বোটে ঝুঁকিপূর্ন ভাবে দ্বিগুন ভাড়ায় অধীক যাত্রী নিয়ে এবং যাত্রীদের কোন নিরাপত্তা নিশ্চিত না করে চলাচল করছে।
গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন ব্যক্তি প্রতিবাদ জানিয়ে ফেইসবুকে পোস্ট দেলেও কোন প্রতিকার মেলেনি।ফেসবুকে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা ফাহিম হোসেন লেখেন, প্রতিবাদ করি জনস্বার্থে!
বোয়ালিয়া / পানপট্টি টু কোড়ালিয়া স্পীড বোট ঘাটে প্রতিনিয়ত যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া।১০০টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা,দেওয়া হচ্ছে না কোন লাইফ জ্যাকেট। আমি গলাচিপা ও রাঙ্গাবালি উপজেলা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত জনগনকে এই হয়রানি থেকে মুক্তি প্রদান করিবেন।’
স্পীড বোটে পার হয়ে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের রিফাত মাহমুদ বলেন, লকডাউনের নামে ডাকাতি করছে এরা। সব কিছুই স্বাভাবিক তাহলে লকডাউন কি করলো ?
উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের বাসিন্দা তানভীর মিয়া বলেন, ‘আমি জানতাম ১২০ টাকা ভাড়া । তাই কাউন্টারে গিয়ে টিকেট কাটতে গিয়ে ১২০ টাকা দিলাম । কাউন্টারের লোক বলে ভাড়া ২০০ টাকা । প্রতিবাদ করলে তারা খুব বাজে ব্যবহার করেন । তাদের দাবীছিল এখন লোক ১০ জন তাই ভাড়া দিগুন । কিন্তু বোটে উঠার পর দেখলাম সব কিছু আগের মতোই । ১০ জনের অধিক যাত্রী আর ৪ টা মাত্র লাইফ জ্যাকেট দেয়া হয়েছে।’
এ ব্যাপারে কোড়ালীয়া-বোয়ালিয়া রুটের কোড়ালীয়া ঘাটের কাউন্টার ম্যানেজার কালু মৃধা বলেন , আমরা আগে নিতাম ১৮ জন করে। আর এখন করোনার কারণে লোক নেই ১০ জন,ভাড়া নেই ২০০ টাকা করে। তবে আমাদের সরকারি চার্টে ১২০ টাকা।১১০ টাকা বোট ভাড়া আর ১০ টাকা ঘাট ভাড়া। এখন করোনা তাই লোক কম নেই এবং ভাড়া বাড়িয়ে নেই।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, এ ব্যাপারে আমার কাছে অভিযোগ এসেছে। গলাচিপা উপজেলা প্রশাসন ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।’
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মহিউদ্দিন খান বলেন, ঝুকিপূর্ণ ভাবে স্প্রীড বোট চলাচল বন্ধ করার জন্য আমরা ইতি মধ্যে নির্দেশনা প্রদান করেছি।’
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস