ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে দু’টি ইউনিয়নের ২৫ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেছেন।
সকাল ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদারের সভাপতিত্বে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুলতানা আফরোজ ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা এম এ হান্নান খান প্রশিক্ষণে বক্তব্য রাখেন। উদ্যান ফসলের রোগ বালাই এবং নিরাপদ ফসল উৎপাদনের জন্য পোকা-মাকড় দমন ও সুষম সার ব্যবহারের উপর ধারনা দেয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে।
বাধন রায় /ইবি টাইমস