হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ, অসহায় দেড় হাজার নারী-পুরুষ নগদ ৫শ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ মানবিক সহায়তা পেয়েছে।
মঙ্গলবার (০৪ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের মানুষের মাঝে এই মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।
সভায় বক্তব্য রাখেন ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান প্রমুখ।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস